নাভানা সিএনজি ব্যবসা প্রসারে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড ব্যবসা প্রসারে কাজ করছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিউল ইসলাম। আজ ২৩ ডিসেম্বর (সোমবার) বেলা ১১টায় ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত সেনামালঞ্চে কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা জানান। এ সময় পরিচালনা পর্ষদের ঘোষণা করা ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়। গত বছর কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানির চেয়ারম্যান বিনিয়োগকারীদের জানান- এলপিজি গ্যাসের সহজ লভ্যতা ও দেশে সিএনজি গ্যাসের মজুদ কমে যাওয়ায় ব্যাবসা কমে যাচ্ছে। প্রত্যাশা অনুযায়ী আলোচ্য অর্থ বছরে ব্যবসা ভালো হয়নি।

তিনি আরো বলেন- নাভানা ইন্জিনিয়ারিং লিমিটেড নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে ব্যবসা প্রসারের জন্য কাজ করে যাচ্ছে।

এজিএমে উপস্থিত ছিলেন, পরিচালক সাইফূল ইসলাম এবং বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/মি

Tagged