নিজস্ব প্রতিবেদক:
নিয়োগপ্রাপ্ত নতুন সিগনেটরির স্বাক্ষরে ব্যাংকিং লেনদেনে করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাটশিল্প খাতের নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির বিদ্যমান সিগনেটরির পরিবর্তে নতুন দুজন সিগনেটরি নিয়োগ দেবে আদালত। গতকাল কোম্পানিটির রিট আবেদনের শুনানিতে এ আদেশ দেন হাইকোর্ট।
উচ্চ আদালতের নির্দেশে কোম্পানিটি গতকাল বেশকিছু কাগজপত্র জমা দিয়েছে। এর প্রেক্ষিতে গতকাল আদালত দুজন আইনজীবীকে নতুন সিগনেটরি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন। ফলে এতদিন যারা সিগনেটরি ছিলেন, তাদের স্বাক্ষরে ব্যাংক লেনদেন করা যাবে না। নতুন সিগনেটরি দায়িত্ব নেয়ার পর ব্যাংকের সঙ্গে লেনদেন চালু হলে তখন কোম্পানির উৎপাদন শুরু করা সম্ভব হবে।
প্রসঙ্গত, ১ মার্চ আদালত কোম্পানির রিট আবেদন আংশিক শুনে এবং কোম্পানিকে আরো কিছু অতিরিক্ত কাগজপত্র ২ মার্চের মধ্যে জমা দিতে বলে। এদিকে কোম্পানির পর্ষদ ৩ মার্চ পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। কারণ ব্যাংক হিসাব জব্দ থাকার কারণে কোম্পানির কাছে শ্রমিকদের বেতন এবং কাঁচা পাট ও খুচরা যন্ত্রাংশ সরবরাহকারীদের দেয়ার মতো অর্থ নেই।
এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দেশের সব ব্যাংককে নর্দার্ন জুটের সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। এ কারণে কোম্পানিটি রফতানির বিপরীতে পাওয়া অর্থ তুলতে পারছে না। এতে কোম্পানির কাছে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও কাঁচা পাট কেনা সম্ভব হচ্ছে না এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহকারীকে বিল পরিশোধ, এমনকি শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে চলতি মাসের ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি।
পাশাপাশি কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে ব্যাংক হিসাব সচল করতে আদালতের দ্বারস্থ হয় তারা। প্রথম দফা কারখানা বন্ধের মেয়াদ শেষে দ্বিতীয় দফায় ১ মার্চ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নর্দার্ন জুটের পর্ষদ। তবে এ সময়ের মধ্যে আদালতের কাছ থেকে কোনো নির্দেশনা না আসায় তৃতীয় দফায় ৩ মার্চ পর্যন্ত কারখানা বন্ধের সময়সীমা বাড়ানো হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এসএমজে/২৪/বা