নতুন বছরে একটি উন্নত পুঁজিবাজারের শুরু প্রত্যাশা করছি

নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন বছর শুরু হয়েছে। মানুষ দীর্ঘ দিন ধরে একতরফা শাসনের চাপে ছিল। এই চাপ সর্বক্ষেত্রেই কম বেশি প্রভাব ফেলেছে। মানুষের কথা বলার স্বাধীনতা থেকে ব্যবসা-বাণিজ্য সবকিছু পর্যন্ত ক্ষতিকর রাজনৈতিক প্রভাবের বাইরে ছিল না। এর ফলে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো ক্ষতিস্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্চে দেশের পুঁজিবাজার। এখানে রীতিমতো লুটপাট চলেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেকেই এসব ক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করেছে। এর মধ্য দিয়ে পুঁজিবাজার দীর্ঘ মেয়াদি ক্ষতির মধ্যে পড়েছে।

এখন নতুন বছরের শুরু হয়েছে। ক্ষমতায়ও নতুন সরকার। আমরা আশা করবো তারা জাতিকে একটি উন্নত স্থিতিশীল পুঁজিবাজার উপহার দেবে। কারণ এখন রাজনৈতিক চাপের বাইরে গিয়ে কাজ করা সম্ভব। দেশবাসী এমনটিই মনে করে। তাই এমন প্রত্যাশা অমূলক নয়।

যেই পরিবর্তন অসংখ্য মানুষের জীবন দানের মধ্য দিয়ে এসেছে। তাকে অর্থবহ করতে হবে। আর এই ক্ষেত্রে মানুষের জীবন ধারণের ন্যূনতম বাস্তবতা সমাজে ও রাষ্ট্রে থাকতে হবে। এটি করার জন্য সবার আগে দুর্নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার যদি কাজটি করতে পারে তা হলে পুঁজিবাজারে আমরা চলতি বছরেই সুদিন দেখতে পাবো। এমন আশাই আমরা করছি।

Tagged