এসএমজে ডেস্ক:
শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের পূর্বঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে ৮ কোম্পানি। কোম্পানিগুলো হলো: এনভয় টেক্সটাইল, বিডি অটোকারস, কনফিডেন্স সিমেন্ট, প্রাইম টেক্সটাইল, প্রিমিয়ার সিমেন্ট, কহিনূর ক্যামিকেল, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
আজ ২২ জানুয়ারি কোম্পানিগুলোর পূর্বঘোষিত নগদ লভ্যাংশ সকল শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
বিস্তারিত ছকে দেওয়া হলো:
কোম্পানির নাম | লভ্যাংশের পরিমাণ | কোম্পানির নাম | লভ্যাংশের পরিমাণ |
এনভয় টেক্সটাইল | ১৫ শতাংশ নগদ | প্রিমিয়ার সিমেন্ট | ১০ শতাংশ নগদ |
বিডি অটোকারস | ১০ শতাংশ নগদ | কহিনূর ক্যামিকেল | ২০ শতাংশ নগদ |
কনফিডেন্স সিমেন্ট | ১৫ শতাংশ নগদ | ওরিয়ন ইনফিউশন | ১৪ শতাংশ নগদ |
প্রাইম টেক্সটাইল | ৫ শতাংশ নগদ | ওরিয়ন ফার্মা | ১৫ শতাংশ নগদ |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/রা