নগদ লভ্যাংশ দেবে লিনডে বাংলাদেশ

এসএমজেডেস্ক:

লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের লিনডে বাংলাদেশ লিমিটেড। ৩১ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও স্থান পরবর্তী ঘোষণায় জানানো হবে। ১২ মার্চ কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

উক্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৯৩ পয়সা। এবং কোম্পানির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩৫ টাকায় ৭০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস)  হয়েছে ১০২ টাকা ৮৪ পয়সা।

এসএমজে/২৪/মি

Tagged