অনেক বিশেষজ্ঞ বলে থাকেন, যদি কারো প্রচুর সময় এবং ধৈর্যধারণের সক্ষমতা না থাকে, তবে পুঁজিবাজারে বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। যারা বিষয়টি বলেন, দীর্ঘ অভিজ্ঞতা ও বিশ্লেষণের মধ্য দিয়ে বলেন। এর পেছনে বড় যুক্তি রয়েছে। আর কোনো ক্ষেত্রে সাফল্য পেতে হলে যুক্তিযুক্ত কারণ থাকা চাই। সাফল্য ভৌতিকভাবে আসে না।
পুঁজিবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে শেয়ার নির্বাচন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনিয়োগকারী কোনো শেয়ারে বিনিয়োগের আগে দশবার ভাববেন, কেনো বিনিয়োগ করছেন। কারণ শেয়ার নির্বাচন করার বিষয়টি খাটো করে দেখার অবকাশ নেই। যিনি যত বেশি বিচক্ষণ, তার শেয়ার নির্বাচন তত বেশি সঠিক হবে। এই কাজটিই অনেকে করতে না পেরে লোকসানে পড়েন।
আরও একটি বিষয় হচ্ছে, পর্যাপ্ত সময় এবং ধৈর্য। বিনিয়োগকৃত শেয়ার যৌক্তিক পরিস্থির জন্য ধরে রাখতে পারাটাও বিচক্ষণতার লক্ষণ। বিনিয়োগ করলেই মুনাফা হয়ে যাবে না। মুনাফা তোলার জন্য সঠিক সময়টির অপেক্ষা করতে হবে। এতে শুধু দিন মাস নয়, বছরও চলে যেতে পারে। কার্যকর ‘টাইমিং’ না হলে ভুল হয়ে যেতে পারে। এতে হাছাড়া হতে পারে ভালো মুনাফার সুযোগ।