দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু

এসএমজে ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন দুই হাজার ৩৯১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন  ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

সোমবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৭টি ল্যাবে ১২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৯ জন।

৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এসএমজে২৪/কা

Tagged