দেশের সার্বিক অর্থনীতিতে দুর্বলতা থাকলে সবল পুঁজিবাজার সম্ভব নয়। কারণ পুঁজিবাজার সার্বিক অর্থনীতির বাইরে কিছু নয় বরং প্রাণকেন্দ্রেই এর অবস্থান। এছাড়া শুধু পুঁজিবাজার নয় দেশের সামগ্রিক কল্যাণেই সব ধরনের দুর্বৃত্তায়ন, দুর্নীতি বন্ধ কর জরুরি। সম্প্রতি সরকার দুনীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তুলনামূলক বেশি সক্রিয়। এটিকে দেশবাসীর মতো আমরাও সাধুবাদ জানাই।
বিশেষ করে পোপন বা কালো টাকা দেশের অর্থনীতির জন্য অমঙ্গল। এটি রোধ করা না গেলে দেশের অর্থনীতি বেশিদূর অগ্রসর হওয়া কঠিন। অর্থনীতিতে নগদ অর্থ প্রবাহ বা তারল্য সংকট সৃষ্টির পেছনে নানা কারণ থাকে। অর্থনীতির ভারসাম্য রক্ষায় গোপন টাকা নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে সব ধরনের গোপন বা কালো টাকা অর্থনীতির মূল ¯্রােতে আনা প্রয়োজন। এটি হলে আমাদের অর্থনীতি টেকসই হবে। টেকসই অর্থনীতি পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার পুঁজিবাজারও টেকসই অর্থনীতিকে মজবুত করতে পারে। এ জন্য দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সরকার যত স্বোচ্চার হবে, অর্থনীতির ভিত্তি তত মজবুত হবে। এ ধারাবাহিকতায় আমরা একটি দেশবান্ধব অর্থনীতি পেতে পারি। যা আমাদের জাতিকে টেকসহ উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে।
ব্রেকিং নিউজ :