এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের সাথে তালিকাভুক্ত আরেক কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম চুক্তি সম্পন্ন করেছে। মেঘনা পেট্রোলিয়াম একই সাথে এলএইউজিএফএস গ্যাস লিমিটেডের সাথেও একটি চুক্তি করেছে।
মেঘনা পেট্রোলিয়াম ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে কোম্পানি দুইটির সাথে চুক্তি করেছে। কোম্পানিটি রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস এবং তরল পেট্রোলিয়াম গ্যাস বিক্রি করবে।
কোম্পানিটি চুক্তি অনুযায়ী প্রতি লিটার এলপিজি ৫০ পয়সায় বিক্রি করবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/রা