এসএমজে ডেস্ক
সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ শেয়ার সর্বশেষ ২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩ লাখ ৫৩ হাজার ৫৯১টি শেয়ার ২৩০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৯৮ লাখ ৮৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৫ লাখ ৫৭ হাজার ৭০৫টি শেয়ার ৪ হাজার ২১০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৯ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩০ লাখ ৭৯ হাজার ৯৬৭টি শেয়ার ২ হাজার ৩৩৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১০ কোটি ৬০ লাখ ৫৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড ৯ দশমিক ৩৯ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড ৮ দশমিক ৭৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক ২২ শতাংশ, স্টাইলক্রাফট লিমিটেড ৬ দশমিক ৬১ শতাংশ, মুন্নু জুট স্টাফলার লিমিটেড ৬ দশমিক ২৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড ৬ দশমিক ২৫ শতাংশ ও সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ৬ দশমিক ১৪ শতাংশ শেয়ার দর বাড়ে।
এসএমজে/২৪/রা
ব্রেকিং নিউজ :