এসএমজে ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ৬ টাকা ৮০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই দিন কোম্পানিটির ৩ লাখ ১৮ হাজার ৮৮৫টি শেয়ার ৫৫৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক লিমিটেড শেয়ার দর কমেছে ৮ দশমিক ৭৫ শতাংশ বা ১৮ টাকা ৩০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ১৯০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩৬ হাজার ৮৯২টি শেয়ার ২৭১ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ৭০ লাখ ৪৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেমিনী সি ফুড লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮৭ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৯৫ হাজার ৫৮৩টি শেয়ার ১ হাজার ৮২৭ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সাইহাম কোটন মিলস্রে ৭ দশমিক ৬০ শতাংশ, স্টাইলক্রাফট লিমিটেডের ৭ দশমিক ৫০ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৬ দশমিক ২৫ শতাংশ, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইসের ৫ দশমিক ৬১ শতাংশ, কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ৫ দশমিক ৩১ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ২৭ শতাংশ ও সাইহাম টেক্সটাইল মিলস্রে ৪ দশমিক ৭৬ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএমজে/২৪/বা
ব্রেকিং নিউজ :