এসএমজে রিপোর্ট
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সে লক্ষ্যে আগামী ২০ অক্টোবর সন্ধ্যাসাড়ে ৬টায় আগারগয়ে বিআইসিসির সেলিব্রিটি হলে রোডশো’র আয়োজন করেছে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রোডশো’তে পুঁজিবাজার সংশ্লিষ্ট ইলিজিবল ইনভেস্টরদের অংশগ্রহণ করার জন্য কোম্পানির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও জনতা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে সিটিজেন সিকিউরিট্টি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, ইলিজিবল ইনভেস্টর বলতে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজারর্স, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কীম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, কমিশনে নিবন্ধিত যেকোন সিকিউরিটিজ কাস্টডিয়ানে হিসাবধারী বিদেশি বিনিয়োগকারী, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত পেনসন ফান্ড, অনুমোদিত গ্রচ্যুইটি ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে বোঝায়।
ব্রেকিং নিউজ :