এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটহোল্ডারদের তথ্য হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।
ফান্ডটি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ইউনিটহোল্ডারদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে। যাদের টিআইএন ১২ ডিজিট থাকবে তাদের লভ্যাংশে কর কাটা হবে ১০ শতাংশ। আর যাদের টিআইএন থাকবে না তাদের ১৫ শতাংশ করে কর দিতে হবে।
অন্যদিকে ফান্ডটি ব্রোকারেজ হাউজ ও সংশ্লিষ্ট ডিপির কাছ থেকে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ব্রোকারেজ হাউজগুলোকে রেকর্ড ডেটের আগেই শেয়ারহোল্ডারদের নাম, বিও আইডি নম্বর, ক্লাইন্ট ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ইত্যাদি তথ্য পাঠাতে হবে।
এছাড়া ব্রোকার হাউজগুলোকে স্টেটমেন্ট পাঠাতে বলা হয়েছে কোম্পানিটির marahman@lrglobalbd.com অথবা iirony@lrglobalbd.com এই ইমেইল ঠিকানায় অথবা এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে, ইনভেস্টরস রিলেশনস অফিস, নুর জাহান শরীফা প্লাজা, পুরানা পল্টনে । সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/বা