ডিভিডেন্ড নিয়ে ভোগান্তির নিরসন কবে?

একই বিষয় নিয়ে বারবার লেখার জন্য পাঠক-বিনিয়োগকারীদের কাছে ক্ষমা চাইছি। তারপরও আমাদের লিখতেই হচ্ছে। কারণ বিষয়গুলোর কোনো সমাধান না হওয়া পর্যন্ত আমাদের লিখে না যাওয়ার উপায় নেই। গণমাধ্যম হিসেবেই আমরা লিখতেই পারি। কিছু করার ক্ষমতা আমাদের নেই। আর করাটা আমাদের কাজও নয়। এর জন্য সরকারের নির্ধারিত সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে।

বিষয়টি হলো- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা। এটি নিয়ে আমরা আগেও লিখেছি। কোনো প্রতিকার পাওয়া যায়নি। কোম্পানিগুলো ঘটা করে ডিভিডেন্ড ঘোষণা করে, রেকর্ড ডেট পার হয়, এজিএম হয়। এই করে করে তিন থেকে চার মাস পরে বিনিয়োগকারীদরে কাছে ডিভিডেন্ড পৌঁছে। অথচ এই লম্বা প্রক্রিয়ার মধ্যে পুঁজিবাজারে কতকিছুই হতে পারে। এক টাকার শেয়ার তিন টাকা, তিন টাকার শেয়ার একটাকাও হয়ে যেতে পারে। এছাড়া পৃথিবীর কোথাও এ ধরনের নজির নেই। এটি কেবল আমাদের দেশের পুঁজিবাজারেই সম্ভব। কেনো, কার স্বার্থে এ ব্যবস্থা? আমরা মনে করি এর নিরসন হওয়া দরকার। পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থই শুধু নয়, একটি বিশ্বমানের পুঁজিবাজার গঠন করতে হলেও বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

Tagged