ডিএস৩০ সূচকে যোগ হয়েছে নতুন ৫ কোম্পানি

এসএমজে ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নির্বাচিত ৩০টি কোম্পানির মূল্যসূচক ডিএসই-৩০ হালনাগাদ করা হয়েছে। এসঅ্যান্ডপি ডাও জোন্স সূচকের নির্ধারণ করা বিভিন্ন ক্রাইটেরিয়ার আলোকে ডিএসইর ইনডেক্স কমিটি ডিএসই-৩০ পুনর্গঠনের এই সিদ্ধন্তে নিয়েছে। যা ২১ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে। ডিএস৩০ পুনর্গঠনের সূচকে ৫টি কোম্পানি যোগ করা হয়েছে এবং বাদ দেওয়া হয়েছে ৫টি কোম্পানি।

ডিএস৩০ সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা অয়েল, পূবালি ব্যাংক এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

এছাড়া, সূচক থেকে বাদ দেওয়া কোম্পানিগুলো হলো- একটিভ ফাইন কেমিক্যাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইসলামি ব্যাংক ও এমজেএল বাংলাদেশ ।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged