এসএমজে ডেস্ক
বিনিয়োগকারীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় ডিএসই প্রাঙ্গণে ‘রিং দ্য বেল ফিন্যান্সিয়াল লিটারেসি’ উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি। এছাড়া ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর পেপার প্রেজেন্টেশন করেন ডিএসইর মহাব্যবস্থাপক এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক ওয়ালিউল ইসলাম, মিনহাজ মান্নান ইমন, মোহাম্মদ হানিফ ভূঁইয়া, ডিএসইর সাবেক প্রেসিডেন্ট এবং ডিবিএর সভাপতি মো. শাকিল রিজভী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা বলেন, ‘২০১৭ সালে সর্ব প্রথম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) বিশ্বব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের ঘোষণা দেয়। সেই থেকে আমরা ফিন্যান্সিয়াল লিটারেসির কার্যক্রম শুরু করি। বিএসইসির নির্দেশ ক্রমে ডিএসই, সিএসই, ট্রেকহোল্ডার, মার্চেন্ট ব্যাংকসহ সকল অংশীজন এই কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি বিশ্বাস করি বিনিয়োগ শিক্ষা ছাড়া পুঁজিবাজারে শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারী সৃষ্টি সম্ভব নয়। বিনিয়োগ শিক্ষার মাধ্যমেই বিনিয়োগকারীরা ভালো কোম্পানি ও কোম্পানির আদি-অন্ত সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে পারবেন।’
ব্রেকিং নিউজ :