ডিএসইতে হল্টেড ৩ কোম্পানি

এসএমজে ডেস্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লেনদেন হল্টেড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
সূত্রমতে, বুধবার সাভার রিফ্রাক্টরিজের লেনদেন শেষ হয় ৯৫ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শুরু হয় ১০৪ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন শেয়ারের দর পরিবর্তন হয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ৯ টাকা ৫০ পয়সা।
ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের লেনদেন শেষ হয় ২৯ টাকা ৬০ পয়সায়। আজ লেনদেন শুরু হয় ৩২ টাকা ৫০ পয়সায়। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারের দর পরিবর্তন হয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা।
শাইনপুকুর সিরামিকসের লেনদেন শেষ হয় ১১ টাকা ৭০ পয়সায়। আজ লেনদেন শুরু হয় ১২ টাকা ২০ পয়সা দরে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারের দর পরিবর্তন হয়েছে ৯ দশমিক ৪০ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা।
বাজার চলাকালীন সময় এই কোম্পানি ৩টির শেয়ার বিক্রি করার মতো কোন বিনিয়োগকারী না থাকায় কোম্পানিগুলোর লেনদেন হল্টেড হয়।

Tagged