নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেবে ডিএসই। এজন্য আগ্রহী প্রার্থীদেরকে অভিজ্ঞতা ও যোগ্যতার কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের (৪-১৮ নভেম্বর) মধ্যে ডিএসইর এইচআর বিভাগের প্রধানের বরাবর আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।
ডিএসইর এমডি হতে যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে ৩টি শর্ত দেওয়া হয়েছে। যার যেকোন একটি শর্ত অবশ্যই পরিপালন করতে হবে। এই ৩ শর্তের মধ্যে রয়েছে-
(১)ব্যবসা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইনে ব্যাচেলর ডিগ্রীসহ ১০ বছরের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।
(২) সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাজীবি সনদসহ ১০ বছরের অভিজ্ঞতা।
(৩)পুঁজিবাজার নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে উপরের ২ শর্ত পরিপালন না করলেও হবে।
প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা পদে আগ্রহী প্রার্থীদেরকে অভিজ্ঞতা ও যোগ্যতার কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামি ২২ নভেম্বরের ডিএসইর এইচআর বিভাগের প্রধানের বরাবর আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।
ডিএসইর সিআরও হতেপুঁজিবাজার পরিচালনা সর্ম্পকে অবশ্যই গভীর জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া নিম্নের ২টি শর্তের যেকোন একটি পরিপালন করতে হবে। এই ২ শর্তের মধ্যে রয়েছে-
(১)ব্যবসা, অর্থনীতি বা আইনে ব্যাচেলর ডিগ্রীসহ ১০ বছরের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।
(২) সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাজীবি সনদসহ ১০ বছরের অভিজ্ঞতা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/রা