এসএমজে ডেস্ক:
ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলোর ট্রাস্টি সভার তথ্য:
| ফান্ডের নাম | ট্রাস্টি সভার তারিখ | ট্রাস্টি সভার সময় |
| ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ২৮ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ২৮ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ২৮ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ২৮ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড | ২৮ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ২৮ জানুয়ারি | বিকেল ৩ টায় |
এসএমজে/২৪/বা
