খুব শিগগিরই সরকারি ৫ কোম্পানিকে পুঁজিবাজারে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের অর্থমন্ত্রীর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমাদের পুঁজিবাজারের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। এখানে যারা আছে তারা বিক্ষিপ্তভাবে আছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসতে হবে।
অর্থমন্ত্রীর এ বক্তব্য থেকে যে বিষয়টি পরিস্কার বুঝা যায়, সেটি হচ্ছে তিনি পুঁজিবাজার নিয়ে ভাবছেন এবং আন্তরিকভাবে চেষ্টা করছেন। একজন নীতির্ধারক হিসেবে তার এই ভাবনাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। একইসঙ্গে বলতে চাই, ভাবনার বাস্তবায়নও শিগগিরই হওয়া প্রয়োজন। কারণ সরকারি কোম্পানি পুঁজিবাজারে নিয়ে আসার বিষয়টি অনেক আগে থেকেই নানা মহলে আলোচিত। কিন্তু আলোচনা যদি টেবিলেই থেকে যায়, তাহলে ভালো ভাবনারও কোনো মূল্য দাঁড়াবে না। টেবিল থেকে সিদ্ধান্তকে মাঠে আনা দরকার। এতে দেশের পুঁজিবাজার উপকৃত হবে। এটি করার জন্য বছরের পর বছর কালক্ষেপণ কাম্য হতে পারে না। যখন সিদ্ধান তখনই বাস্তবায়ন- এই রীতিতে যদি চলা যায় তাহলে পুঁজিবাজারের দীর্ঘ মেয়াদি উন্নয়ন সম্ভব।