টেনেটুনে পুঁজিবাজার ঠিক করা যাবে না, দরকার কার্যকর পদক্ষেপ

দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এর মধ্যে এক্সচেঞ্জটির সার্বিক সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলির মধ্যে প্রায় ৮০ শতাংশের দর বেড়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, এদিন সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে প্রায় ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫৯ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ২৬ প‌য়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ২ হাজার ২০৩ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩০২টির বা ৭৯ দশমিক ৮৯ শতাংশের, কমেছে ৩৭টির বা ৯ দশমিক ৭৯ শতাংশের আর অপরবর্তিত রয়েছে ৩৯টি বা ১০ দশমিক ৩২ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৪৭ কো‌টি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। দীর্ঘ টানা পতনের বাজার দুয়েক দিনের উত্থান দিয়ে স্বাভাবিক করা যাবে না দরকার কার্যকর পদক্ষেপের।

Tagged