এসএমজে ডেস্ক:
জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি অতিরিক্ত ১৬ ডেসিমেল জমি কিনবে।
কোম্পানিটির জমি কিনতে মোট ৬০ লাখ টাকা ব্যয় হবে। প্রতি ডেসিমেল জমির মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এই জমি নারায়নগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে অবস্থিত।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ আরও ৬ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় হবে।
কোম্পানিটি আরও জানায়, গত ১৬ আগস্ট অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৫১৮.৫৬ ডেসিমেল এবং ৪.৭২ ডেসিমেল জমি কেনার জন্য একটি চুক্তি করেছিল। কিন্তু এই জমি পরিমাণে কম ছিল। তাই কোম্পানির মোট বিক্রয় করা জমির পরিমাণ ৫১৩ ডেসিমেল। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/রা