চিরচেনা ছকের বাইরে যেতে পারছে না দেশের পুঁজিবাজার। মনে হচ্ছে সেই পূরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। টানা দরপতনের পর দুয়েক দিন হঠাৎ করে সূচক বাড়ছে। এটি কতটা প্রকৃত অবস্থা আর কতটা লোকদেখানো বোঝা কঠিন। তাই বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দিন দিন বেড়েই চলছে। তারা কখন কোন শেয়ার ধরবেন, আর কোটনা ছাড়বেন ভেবে কিনারা করতে পারছেন না।
মনে হচ্ছে বিষয়টি নিয়ে থৈ পাচ্ছে না সয়ং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি)। ফলে এক বছর আগের পুঁজিবাজারের চিত্রের কাছাকাছিই নেমে আসছে লেনদেন। লেনদেন ও সূচকের এমন টানাপোড়েন সাধারণ বিনিয়োগকারীদর বাজারে থিতু হতে দিচ্ছে না। এটি ক্রমশই আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা বরাবরই বলে আসছি, বিনিয়োগকারীদের জন্য শঙ্কামুক্ত বাজার দরকার। যাতে তারা নির্ভয়ে বিনিয়োগ করতে পারেন। অন্তত কোনো ধরনের কারসাজিতে যেনো তাদের পুঁজি হারিয়ে না যায়, এটি নিশ্চিত হতে চান সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে লাভ-লোকসান থাকবেই। তবে কোনো ধরনের প্রতারণা থাকবে না, এমনটি আশা করা অমূলক নয়। এ কারণেই পুঁজিবাজারকে বিশ্বাসযোগ্য করা দরকার।