চোর-ডাকাতদের শেয়ারবাজারের আশপাশে রাখা যাবে না

আমাদের থেকে অনেক বেশি সংকটে থাকা অর্থনীতিও ঘুরে দাঁড়িয়েছে অন্যান্য দেশে। সেসব দেশ থেকেও শিক্ষা নেওয়া যায়। তারা কীভাবে পুঁজিবাজারকে কাজে লাগিয়েছে। তাদের দর্শন বা কৌশল আমাদের দেশের বাস্তবতায় কতটুকু কার্যকর। তবে একটি বিষয় খুবই সোজা। সেটি হচ্ছে চোর-ডাকাতদের শেয়ারবাজারের আশপাশে রাখা যাবে না। ঘি ঢেলেও তাদের লেজ সোজা করা যাবে না। তারা দেশকে এখনও তলিয়ে দিতে চান। আর এর মধ্য দিয়ে আমাদের অর্থণীতির বারোটা বেজে যাচ্চে। কারণ লুটেরাদের মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না।

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যৌক্তিক যে দাবিগুলো করা হচ্ছে, আমরা দেখতে পারছি অর্থ বাণিজ্য উপদেষ্টাসহ অন্য উপদেষ্টরা এগুলোকে ছেলেখেলার মতো করে দেখছেন। শেয়ারবাজার আরও বিপদে পারতে পারে।

যখন পুঁজিবাজারের লাখ লাখ বিনিয়োগকারী খেতে না পেরে আত্মহত্যা করছেন; দিনের পর দিন প্রতিবাদ করছেন; মাসের পর মাস বিনিয়োগ ফিরে পাওয়ার জন্য কিন্তু কোনো পরিবর্তন আসছে না। এজন্য গণঅভ্যুত্থান হয়নি, এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাইনি, এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয়নি।

Tagged