চিকিৎসাকে বাণিজ্য নয়, সেবা হিসেবে দেখা দরকার

একটি গণতান্ত্রিক দেশে চিকিৎসাকে বাণিজ্য নয়, সেবা হিসেবে দেখা দরকার। বিশেষ করে আমাদের মতো সীমিত সম্পদের দেশে এটি অনেক প্রয়োজন। না হলে সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তির বিষয়টি উপেক্ষিতই দেখা যাওয়ার আশঙ্কা থাকে। আমাদের চিকিৎসা ব্যবস্থায় নানা অসঙ্গতি, চিকিৎসাকেন্দ্রিক বাণিজ্য, স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা কোনো কিছুই নতুন নয়। বিনা চিকিৎসায় প্রাণহানির ঘটনাও অনেক আছে। কিন্তু করোনা-দুর্যোগকালে উল্লিখিত বিষয়গুলো আরও প্রকটভাবে উন্মোচিত হয়েছে। চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়টি যেন হয়ে দাঁড়িয়েছে নিয়তিনির্ভর। দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে চিকিৎসা পরিধি বাড়লেও এর সমান্তরালে বেড়েছে চিকিৎসা সেবার নামে নগ্ন বাণিজ্য। এ জন্য অনেক ক্ষেত্রে জীবন দিয়ে মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।

একটা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে হাসপাতালের দরজায় দরজায় ঘুরে চিকিৎসা না পেয়ে মরে যাওয়ার বিষয়টিকে মেনে নেয়া যায় না। চিকিৎসাসেবা প্রাপ্তি নাগরিকের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও এমন ঘটনা বিগত তিন মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটেছে বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে। এটি খুবই দুঃখজনক। আমরা আশা করি এ পরিস্থিতি থেকে চিকিৎসা ব্যবস্থা বের করে আনতে সংশ্লিষ্টরা তৎপর হবেন।

Tagged