এম এইচ রনি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি জীবন বীমা কোম্পানির মধ্যে ৪টি কোম্পানির ২য় প্রান্তিক আর্থিক হিসাব অনুযায়ী লাইফ ফান্ড রিজাভ কমেছে প্রায় ৪৫৬ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় চলতি বছরের ২য় প্রান্তিক আর্থিক প্রতিবেদনের হিসাব অনুযায়ী ৪ জীবন বীমা কোম্পানির লাইফ ফান্ডের রিজার্ভ কমেছে ৪৫৬ কোটি ৯৬ লাখ ৭০ হার টাকা। এর মধ্যে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রিজাভ ফান্ড কমে দাঁড়িয়েছে ৯ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছর ছিলো ১০৬ কোটি ৩১ লাখ টাকা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রিজার্ভ ফান্ড কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৪ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছর ছিলো ২ হাজার ১৩ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের রিজার্ভ ফান্ড কমে দাঁড়িয়েছে ৮১৯ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা, যা আগের বছর ছিলো ৮৪৪ কোটি ২ লাখ ২০ হাজার টাকা এবং সানলাইফ লাইফ ইন্স্যুরেন্সের রিজার্ভ ফান্ড কমে দাঁড়িয়েছে ২৩২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছর ছিলো ২৯৯ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রসিডেন্ট শাকিল রিজভী জানান, জীবন বীমা কোম্পানিগুলোর লাইফ ফান্ড কমে যাওয়ার পেছনে গ্রাহকদের নগদ পেমেন্ট প্রদানের কথাটি সর্ম্পূণ সঠিক নয়। জীবন বীমা কোম্পানিগুলোর গ্রাহক বাড়ানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে মার্কেটিং সাইট। এই সাইটি যতো ভালো মাকেটিং করবে সেই কোম্পানির তত জীবন বীমা গ্রাহক বাড়বে। অথাৎ তাতে লাইফ ফান্ডও বাড়বে।
ব্রেকিং নিউজ :