চার কোম্পানির বোর্ড সভা আজ

এসএমজে ডেস্ক:

এসএমজে ডেস্ক: আজ শনিবার (১২ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হল: ইনভয় টেক্সটাইল, রহিম টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্স। এর মধ্যে ইনভয় টেক্সটাইল ও রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইনভয় টেক্সটাইলের বোর্ড সভা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে এবং রহিম টেক্সটাইলের বোর্ড সভা বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। যেখানে ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থ বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। একই সাথে ওই অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
এছাড়া, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বেলা দেড়টায় এবং পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। যেখানে কোম্পানিগুলোর ৩১ সেপ্টেম্বর ২০১৯ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

এসএমজে/২৪/মি

Tagged