চলতি অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার

এসএমজে রিপোর্ট:
চলতি ২০১৯-২০ অর্থ বছরের প্রথম তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ ৪ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। সরকারি তথ্যবিবরণী থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০১৯-২০২০ অর্থ বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, গত অর্থ বছরে (২০১৮-১৯) মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে প্রবাস আয় অর্থাৎ রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। যা বাংলাদেশের রিজার্ভ মুদ্রার প্রায় অর্ধেক।
উল্লেখ্য, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় এবং দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।
এছাড়াও ঈদ, পূজা এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে অধিক পরিমাণে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। তবে অন্যান্য বছরে ঈদের পরে রেমিট্যান্স প্রবাহে ভাটার টান থাকলেও এবার ঈদের পরেও রেমিট্যান্স বাড়ছে। সূত্র: বাসস

Tagged