গেইনারে স্বল্পমূলধনী কোম্পানি: শুভ লক্ষণ নয়

দেশের পুঁজিবাজারে প্রায়ই স্বল্পমূলধনী কোম্পানির শেয়ার টপটেন গেইনারের তালিকায় উঠে আসতে দেখা যায়। এটি শুভ লক্ষণ নয়। এতে বাজার নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। কম পরিশোধিত মূলধনের এসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই সাধারণ বিনিয়োগকারীরা এসব শেয়ারে ক্ষতির মধ্যে পড়েন। পুঁজিবাজারের স্বচ্ছতা আনার প্রয়োজনে এ বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানো প্রয়োজন।

অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বর্তমানে দেশের পুঁজিবাজার কিছুটা মাথা তুলে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এই অবস্থায় সুযোগসন্ধানীরা যাতে কোনো ধরনের কারসাজির সুযোগ না পায় সেটি নিশ্চিত হওয়া দরকার। গত প্রায় একদশকে দেশের পুঁজিবাজারে অনেক ধরনের অনিয়ম হয়েছে। কারসাজিচক্র নানাভাবে বাজারের স্বাভাবিকতা ব্যাহত করেছে। তাদের চালাকির কারণে অনেক সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হয়েছেন। এখন কিছুটা সুযোগ এসেছে বিনিয়োগকারীদের লোকসান কমানোর। এই সময় যদি কারসাজি হয়, তাহলে বাজার ফের আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে। ফলে পুঁজিবাজার কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়নো উচিত। যাতে অশুভ তৎপরতা বন্ধ হয়ে বাজার স্বাভাবিক ধারায় চলতে পারে।

Tagged