এসএমজে ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন ওই ফান্ডের ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। কোম্পানিটি ৩১৬ বারে ৭ লাখ ৫০ হাজার ৯২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৮ লাখ ১৩ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটডের শেয়ার দর বেড়েছে ৯ শতাংশ । শেয়ার সর্বশেষ ১২ টাকা দরে লেনদেন হয়েছে। কোম্পানিটি ৬২৬ বারে ১৩ লাখ ৮৮ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ১১ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ফনিক্স গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ। শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। কোম্পানিটি ৩৬৭ বারে ৩ লাখ ৬৩ হাজার ৯২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে দেশবন্ধু পলিমার লিমিটেডের ৮ দশমিক ০৬ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৫৯ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৭ দশমিক ৩৫ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৯৭ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৬ শতাংশ, ন্যাশনাল টিউবস লিমিটেডের ৫ দশমিক ৯৪ শতাংশ ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ৫ শতাংশ শেয়ার দর বেড়েছে ।
এসএমজে/২৪