গত সপ্তাহে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছেন ৪ হাজার কোটি টাকা

একদিন সূচকের সামান্য উত্থান আর চার দিন সূচক পতনের মাধ্যমে গত সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে চার হাজার ৩২ কোটি ৪১ হাজার ৯৮১ টাকা। তবে লেনদেন কিছুটা বেড়েছে। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

গত সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ৪ হাজার ৩২ কোটি টাকা। শতাংশের হিসাবে মূলধন কমেছে দশমিক ৫২ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়েছে।

ওই সপ্তাহে পুঁজিবাজারে মোট পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছে। এ পাঁচ দিনের মধ্যে সপ্তাহের প্রথম চার কর্মদিবস দরপতনের মাধ্যমে লেনদেন হয়েছে। এরপর সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছে সূচকের বৃদ্ধির মধ্য দিয়ে।

এতে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১০১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৪০৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩০ পয়েন্ট কমে দুই হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই বাজারে মন্দা বিরাজ করছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা কাজ করাটা স্বাভাবিক।

Tagged