দেশের পুঁজিবাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের কিছুতেই যেন স্বস্তি দিচ্ছে না। একদিন বাজার একটু ঘরে দাঁড়ালে পরদিনই আবার পুঁজি হারানোর ভয় তাদের তাড়া করছে। এভাবেই চলছে সাম্প্রতিক পুঁজিবাজার। তাই প্রশ্ন আসে এবার খুশি মনে ঈদ করতে পারবেন তো সাধারণ বিনিয়োগকারীরা?
বছরের পর বছর ধরে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে হাজির হয়, অনিয়ম কারসাজি। এর ধারাবাহিকতায় পুঁজি হারিয়ে অনেক বিনিয়োগকারী বাজার থেকে সরে পড়েছেন। বর্তমানে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারী বাজারে সক্রিয় আছেন, তারাও স্বস্তিতে নেই। প্রতিনিয়ত পুঁজি হারানোর শঙ্কা তাদের তাড়িত করছে। এই অবস্থা থেকে দ্রুত বের হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে এক ধরনের আতঙ্ক চেপে ধরেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের।
ঈদের আকে আর দুয়েক কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন হবে। এ সময় অনেক বিনিয়োগকারী চেষ্টা করবেন কিছুটা মুনাফা তুলে নিতে। কিন্তু বাজারে সেই বাস্তবতা কতটুকু থাকবে? ক্ষুদ্র বিনিয়োগকারীরা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন তো? এমন প্রশ্নই এখন সর্বত্র।