ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে বারবার ফিরে আসে পুরোনো ভয়

শেয়ারবাজারে ফের টানা দরপতন দেখা যাচ্ছে। বাছবিচার ছাড়া সব ধরনের কোম্পানির শেয়ার দর হারাচ্ছে। এমন পতন কিছুতেই কাম্য নয়। আবার যে বিষয়টি সামনে আসছে সেটি হচ্ছে শেয়ারবাজারে অর্থের প্রবাহ কম। ব্যাংকের সুদহার বেশি হওয়ায় শেয়ারবাজারে টাকা আসছে না। ট্রেজারি বন্ডে বেশি সুদ পাওয়ায় অনেকের মধ্যে আবার এ ধরনের বিনিয়োগে আগ্রহ দেখা যাচ্ছে। সার্বিক বিচারে তারল্য সংকট থেকে বের হতে পারছে না পুঁজিবাজার।

মুনাফা করার কথা ভেবেই বিনিয়োগকারীরা পুঁজিবাজারে যুক্ত হন। তাদের এই চাওয়া অন্যায্য নয়। তবে রাতারাতি মুনাফার প্রবণতা থেকে বের হয় আসতে হবে। কিছুটা দীর্ঘমেয়াদী বিনিয়োগী আগ্রহ থাকা আবশ্যক। আবার দিনের পর দিন লোকসানে থাকার সুযোগ নেই। তা হলে পুঁজিই যেতে পারে। তাই পরিস্থিতি বুঝে বিনিয়োগ করতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে বার বার ফিরে আসে পূরণো ভয়। সেটি হচ্ছে আবারও তাদের পুঁজি লোপাট হবে কি না! এই প্রশ্নে অনেক বিনিয়োগকারী দ্বিধান্বিত। পূর্বে নানান ভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অন্যায্যতার শিকার হয়েছেন। কতিপয় চক্র তাদের পুঁজি হাতিয়ে নিয়েছে। এমন ধরনের অবস্থা বাজারে ছিল। তাই বর্তমানে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়া উচিত।

Tagged