ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ২ কোম্পানি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত  ২ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রকৌশল খাতের বিডি. থাই এ্যালুমিনিয়াম এবং ওষুধ ও রসায়ন খাতের দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

বিডি.থাই এ্যালুমিনিয়ামের ক্রেডিট রেটিং করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড(এসিআরএসএল)।কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এ+” ও স্বল্পমেয়াদী “এসটি- ২” রেটিং দেওয়া হয়েছে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত, ৩১ মার্চ ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্রেডিট রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং  লিমিটেড(আলফারেটিং)।কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এএ-” ও স্বল্পমেয়াদী “এসটি- ২” রেটিং দেওয়া হয়েছে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged