ক্রেডিট রেটিং করেছে ৩ কোম্পানি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানি তিনটি হচ্ছে- ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ফার্মাসিউটিক্যালস্ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং জ্বালানী ও বিদ্যুৎ খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

কোম্পানি তিনটের ক্রেডিট রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সী অফ বাংলাদেশ (ক্র্যাব)।

ওরিয়ন ফার্মাসিউটিক্যালস্:

রেটিং অনুসারে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের সত্ত্বা রেটিং (নজরদারি) হয়েছে “এ-১”। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

ওরিয়ন ইনফিউশন:

রেটিং অনুসারে ওরিয়ন ইনফিউশনের সত্ত্বা রেটিং (নজরদারি) হয়েছে “এ-৩”। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড:

রেটিং অনুসারে শাহজিবাজার পাওয়ারের সত্ত্বা রেটিং (নজরদারি) হয়েছে “এএ-১”। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএস্ই)

এসএমজে/২৪/বা