কোম্পানি যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছ হওয়া প্রয়োজন

পুঁজিবাজারে দীর্ঘ দরপতনের পেছনে নানা ধরনের কারণের কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এও বলা হচ্ছে, এসব কারণ সঠিকভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া গেলে বাজারের চলমান সংকট কাটতে পারে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানিগুলো যাচাই-বাছাই সঠিভাবে হচ্ছে না বলেও নানা মহল থেকে অভিযোগ রয়েছে। অনেকেরই ধারণা এ অভিযোগ অমূলক নয়।

নিশ্চয়ই নতুন নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টি সব সময়ই গুরুত্বপূর্ণ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হহ্ছে- কোম্পানিগুলোর সক্ষমতা, উদ্দেশ্য, সৎ ও যোগ্য পরিচালনা পরিষদ, সঠিক তথ্যসহ অনুষঙ্গিক বিষয়গুলো ঠিক মতো যাচাই-বাচাই  করা। এই প্রক্রিয়ায় যদি গলদ থাকে তাহলে নতুন কোম্পানির তালিকাভুক্তি পুঁজিবাজারের জন্য সুফল বয়ে আনবে না। এ ধরনের উদাহরণ অনেক রয়েছে দেশের পুঁজিবাজারে। যা বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে হাজির হয়েছে। সঠিকভাবে যাচাই-বাছাই না হওয়া বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে অনেকেই এখন পথে বসেছেন। সুতরাং ঢালাওভাবে, বাছ-বিছার ছাড়া কোম্পানি তালিকাভুক্তি বাজারের জন্য কাম্য নয়। এ জন্য বাছাই প্রক্রিয়ায় যারা জড়িত, তাদের মেধা, সততা ও বাজার সম্পর্কে অভিজ্ঞতা থাকা খুবই প্রয়োজন।

Tagged