কোম্পানির পরিস্থিতির সঙ্গে শেয়ার দরে সামঞ্জস্য থাকা প্রয়োজন

পুঁজিবাজার তালিকাভুক্ত সব কোম্পানির আর্থিক পরিস্থিতি একরকম হবে না- এটিই স্বাভাবিক। সফল ব্যবসার জন্য প্রতিটি কোম্পানিরই স্বচ্ছ পরিচালন কাঠামোসহ আর্থিক ভিত্তি মজবুত থাকা আবশ্যক। আর এসব তথ্যের ওপর ভিত্তি করেই বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে থাকেন। কিন্তু অনেক সময়ই আমাদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিস্থিতির সঙ্গে বাজারের শেয়ার দরের সামঞ্জস্য থাকে না। এতে কারসাজিচক্র লাভবান হলেও প্রকৃত বিনিয়োগকারীরা বিপাকে পড়েন।

যখনই পুঁজিবাজার অকারণে দুর্বল মৌলভিত্তির শেয়ার দর বাড়তে থাকে, তখই সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন। তারা বুঝে উঠতে পারেন না কী করা উচিৎ। অনেক বিনিয়োগকারী ধৈর্য হারিয়ে ফেলেন এবং ওইসব শেয়ারে বিনিয়োগ করেন। এতে তারা ক্ষতির মধ্যে পড়েন। এখানে বিনিয়োগকারীদের হয়তো কিছুটা সচেতনতার অভাব থাকতে পারে কিন্তু বাজারের বছরের পর বছর এ ধরনের অবস্থা চলতে থাকলে তারাই বা কী করবেন? তাই বাজারে কেনো দুর্বল, লোকসানি, উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ার বাড়ছে, এতে কোনো কারসাজি আছে কিনা, সেটি গুরুত্ব দিয়ে দেখা দরকার। সে অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাহলেই কেবল এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতে পারে।

Tagged