কোন পথে চলেছে পুঁজিবাজার?

পুঁজিবাজার কোন পথে চলেছে? এই প্রশ্নই এখন সবচেয়ে দামি। উপর্যুপরি আগ্রাসী দরপতনে এই প্রশ্ন সৃষ্টি হয়েছে। বেশ কয়েক বছর ধরে পতনে থাকা বাজারে গতি ফেরাতে আগে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো খুব একটা কাজে লেগেছে বলে মনে করছেন না সাধারণ বিনিয়োগকারী থেকে বাজার সংশ্লিষ্টরা কেউই। এতে অজানা আতঙ্ক পুঁজিবাজারের গতিপথকে তছনছ করে দিচ্ছে। সাম্প্রতিক বাজারের আচরণ এই পরিস্থিকে আরো উস্কে দিচ্ছে।

এরই মধ্যে গণমাধ্যমের সর্বশেষ খবরে জানা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বর্তমান পরিস্থিতি সামাল দিতে অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে  বৈঠকে বসার জন্য চিঠি দিয়েছে। আমরা বিষয়টিকে ইতিবাচক মনে করি। এতে সংশ্লিষ্টদের তৎপরতার ইঙ্গিত পাওয়া যায়। তবে এই চিঠি চালাচালি আর বৈঠক নতুন কিছু নয়। আগেও এমনটি হয়েছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাই এ ধরনের উদ্যোগ কতটা কার্যকর বিষয় হবে এ নিয়ে শঙ্কা থাকা অস্বাভাবিক নয়। এ কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বুঝতে হবে, এমন কিছু হওয়া দরকার যার মধ্য দিয়ে পুঁজিবাজারে একটি গুণগত পরিবর্তন আসবে। তাহলেই মানুষের আস্থা ফিরে আসা সম্ভব। এখন কথার গুরত্ব নেই। কাজ করে প্রমাণ করতে হবে। এটি দেশবাসীর মতো আমাদেরও চাওয়া।

Tagged