কেবল আইপিও অনুমোদনই নয়, তদারকিও প্রয়োজন

পুঁজিবাজারে নিয়মিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মাধ্যমে কোম্পানিগুলোর অর্থ সংগ্রহের বিষয়টি অবশ্যই ইতিবাচক। এতে শিল্পায়নের পাশাপাশি নতুন বিনিয়োগ ক্ষেত্র তৈরি হয়। পাশাপাশি প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয় বাজারে। সামনে বেশকিছু আইপিও পুঁজিবাজারে আসার অনুমোদন পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি দুয়েকটি কোম্পানি অনুমোদন পেয়েও গেছে। এর মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও টেলিযোগাযোগ খাতের দ্বিতীয় শীর্ষ কোম্পানি রবি আজিয়াটা। কোম্পানিটি ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে।

কথা হচ্ছে, কেবল আইপিও অনুমোদন দিয়ে বসে থাকলেই চলবে না, কোম্পানিগুলোর আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা প্রতিশ্রুত খাতে কাজে লাগছে কিনা তার তদারকিও প্রয়োজন। কোম্পানিগুলো বিনিয়োগকারীদের টাকা নিয়ে কিভাবে ব্যয় করছে সেটি দেখা প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থার। আইপিও আবেদনে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেভাবে অর্থ কাজে লাগানো হচ্ছে কিনা সেটি দেখা উচিত। কোম্পানির উৎপাদন বাড়ানো বা উন্নয়নের কথা বলে নেওয়া টাকা ভিন্ন কোনো খাতে, ব্যক্তিগত ভোগ-বিলাস নিশ্চিত করা হচ্ছে কিনা তার হদিস রাখা দরকার। কারণ এ ধরনের নজির আমাদের দেশের পুঁজিবাজারে বিরল নয়। পুঁজিবাজারের স্বার্থেই বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

Tagged