কাল স্পট মার্কেটে যাচ্ছে বাটা সু

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল ৭ জানুয়ারি, মঙ্গলবার।

বাটা সুয়ের অন্তর্বর্তীকালীন সময়ের লভ্যাংশ এনটাইটেলমেন্টের জন্য কোম্পানির শেয়ার ৭ ও ৮ জানুয়ারী স্পট মার্কেটে লেনদেন করবে। আগামী ৯ জানুয়ারী কোম্পানির শেয়ারের লেনদেন রেকর্ড ডেটের জন্য স্থগিত থাকবে।

এসএমজে/২৪/বা

Tagged