কারসাজি খতিয়ে দেখতে কমিটি: বিএসইসির কঠোর অবস্থানই জরুরি

পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার নিয়ে বড় ধরনের কারসাজির প্রাথমিক তথ্য মিলেছে। তাতে কোম্পানিটির শেয়ার নিয়ে ইনসাইডার ট্রেডিং বা সুবিধাভোগী লেনদেনের ঘটনারও কিছু তথ্য পাওয়া গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা তদারকি করতে গিয়ে প্রাথমিক এসব তথ্য পেয়েছে বলে গণ মাধ্যমের বরাতে জানা যায়।

বিএসইসির প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি পুঁজিবাজারে লেনদেন–পরবর্তী কোম্পানিটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএসইসির এমন কঠোর অবস্থানই প্রয়োজন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সোমবারও কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে। এদিন অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রতিটি শেয়ারের বাজারমূল্য সাড়ে ৫ টাকা বা প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা ৭০ পয়সায়। এর ফলে ওই দিন কোম্পানিটি ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। মাত্র ১১ কার্যদিবসে এটির শেয়ারের দাম ৬ গুণের বেশি বেড়েছে। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকায় বিক্রি করা হয়েছিল।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা মূলধন তুলেছে। ২৫ অক্টোবর থেকে শেয়ারবাজারে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের লেনদেন শুরু হয়। এরপর থেকে টানা বাড়ছে এটির দাম। তাতে ১১ কার্যদিবসে ৫০৭ শতাংশ বা ৫০ টাকা ৭০ পয়সা বেড়েছে। এ মূল্যবৃদ্ধিকে খুবই ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন অনেকে। তাই নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থা নেওয়ার বিষয়টি খুবই জরুরি ছিল। এতে অনিয়মকারীরা সতর্ক বার্তা পাবে।

Tagged