কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুঁজিবাজারকে কলঙ্কমুক্ত করা হোক

রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশে অনেক কিছুই বদলে যাচ্ছে। বিশেষ করে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এটি দেশের জন্য খুবই প্রত্যাশিত ছিল। মানুষের দীর্ঘ সময়ের আশা হয়তো এবার সবকিছু ঠিক হবে। উচিত আর ন্যায্যতার মধ্য দিয়ে দেশ ও সমাজ একটি উচ্চতায় পৌঁছুবে। আমরাও আশা করি মানুষের প্রত্যাশার প্রতিফলন হোক সরকারের কাজে। এর মধ্য দিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থাপনা গড়ে উঠুক।

এই পরিবর্তেনের হাওয়া লাগুক শেয়ারবাজারেও। এখানে অনেক দিন ধরে যে অনিয়ম আর কারসাজি দাপট দেখিয়ে আসছে। এখন সময় এসেছে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে পুঁজিবাজারকে কলঙ্কমুক্ত করার। যদি এটি সম্ভব হয় তা হলে পুঁজিবাজারও ঘুরে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। মানুষ যদি বঞ্চিত প্রতারিত না হয়, তা হলে তারা আস্থা পাবে। মানুষের আস্থার একটি পুঁজিবাজার প্রতিষ্ঠা করতে হলে এখনই সময়। বিভিন্নভাবে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে। তাই পুঁজিবাজারের বিষয়টিও নজরে রাখা প্রয়োজন। এতে দেশ ও জাতি উপকৃত হবে। মানুষের প্রত্যাশাও পূরণ হবে বলে আমাদের ধারণা।

Tagged