কারসাজির অধিকতর তদন্ত হবে, তারপর কী হবে?

প্রাথমিকভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির শেয়ারে কারসাজির তথ্য পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত তদন্ত কমিটি। এখন অধিকতর তদন্ত চলছে। বিষয়টি নিখুঁতভাবে যাচাই-বাছাই চলছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুনানি করা হবে। বিএসইসি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম এমন খবর প্রকাশ করে।

হঠাৎ কেনো কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ল, শেয়ারের দাম বৃদ্ধিতে কারসাজি হয়েছে কি না তা খতিয়ে দেখতে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বেশকিছু বিষয় পেয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বলা যাবে কারসাজি হয়েছে কি না। নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য এমনই।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে বলেছেন, বেশ কয়েকটি কোম্পানির কারসাজির তথ্য পাওয়া গেছে। এগুলো অধিকতর যাচাই-বাছাই চলছে।

মোদ্দা কথা, কারসাজি আগেও হয়েছে। সেসবেরও তদন্ত হয়েছে। তারপর কী হয়েছে? এমন প্রশ্ন হওয়াটা খুবই স্বাভাবিক। অতীতে আমরা লক্ষ্য করেছি, এই ধরনের অনিয়মের জন্য খুবই লঘু শাস্তি হয়। কিছু অর্থ জরিমানা করা হয়। এই জরিমানকে অনিয়মকারীরা নস্যিই মনে করে। তারা জরিমানা দিয়ে আবার নতুন করে অনিয়ম করে। আমরা দীর্ঘ দিন ধরেই বলে আসছি দৃষ্টান্তমূল হলেও জেল দেওয়ার ব্যবস্থা হোক। না হলে এই কারসাজির কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না।

Tagged