করোনাভাইরাসের সংক্রমণে মহা সংকটে পুরো বিশ্ব। সভ্যতার ইতিহাসে মানুষের বড় বড় অর্জন থাকলেও এই ভাইরাসের বিরুদ্ধে মানুষ যেনো অসহায়। প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রাণঘাতী করোনার আক্রমণ। এতে কেঁপে উঠছে জ্ঞানে-বিজ্ঞানে উৎকর্ষ উন্নতবিশ্ব। মানুষের মৃত্যুর মিছিল প্রতিদিন বড় হচ্ছে। বাংলাদেশেও ইতোমধ্যেই হানা দিয়েছে করোনাভাইরাস। ঘটছে মৃত্যুর ঘটনাও। এই অবস্থায় পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি খুবই গুরুত্বপর্ণূ। এ বিষয়ে গাফিলতি বড় ধরনের বিপর্য ডেকে আনতে পারে। যারা আগাম সর্তকতামূল্যক ব্যবস্থা নিতে পেরেছে তারা তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে। তাই আমরা যদি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বুঝাতে পারি তাহলে সামাজিক দূরত্ব রক্ষায় কার্যকর কিছু করা সম্ভব। মানুষকে বুঝতে হবে এই সংকট কারো একার নয়, এটি সকলের জন্যই ভয়ঙ্কর বিপদ। তাই সবাই মিলেই এর মোকাবিলা করতে হবে।
মুক্তিযুদ্ধে পুরো জাতি এক হয়েছিলো বলেই বিজয় অর্জন সম্ভব হয়েছে। সুতরাং আমাদের বিশ্বাস, বাংলাদেশের মানুষ করোনা মোকাবিলায়ও ঐক্যবদ্ধভাবে নজির সৃষ্টি করবে। এখন আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। স্লোগান একটাই- করোনাভাইরাস মোকাবিলায় সবাই সচেতন হই, ঐক্যবদ্ধ হই।