করোনাযুদ্ধে জয়ের বিকল্প নেই

করোনা সঙ্কট ক্রমেই ঘনীভূত ও জটিলতর হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের অবহেলা আর প্রস্তুতির অভাবে করোনা ভাইরাস তীব্র ফণা তুলেছে।
এতে গোটা বিশ্বই এক মহামন্দা ও চরম বিপর্যয়ের সম্মুখীন। আমরাও এর বাইরে নই।
বিজ্ঞান ও প্রযুক্তির চরমতম উৎকর্ষের সময়েও করোনা ঠেকানোর ক্ষেত্রে আশার আলো এখনও দেখা যাচ্ছ না। এই মহামারির কবলে প্রতিনিয়ত ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে মানবসভ্যতা। মৃত্যুর মিছিল প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে।
বিশ্বের প্রতিটি অঞ্চলে এই ধ্বংসদানবের নির্মম ছোবল জনজীবনের সমস্ত স্বাভাবিকতা স্তব্ধ করে দিয়েছে। তবুও আমরা বলতে চাই, তীব্র সাহস, আশাবাদ নিয়ে এই দানবের বিরুদ্ধে যুদ্ধের বিকল্প নেই।
বিশ্বের বেশ কিছু দেশ লকডাউন পর্যায়ক্রমে শিথিল করে স্বাভাবিক গতি ও ছন্দে ফেরার চেষ্টা করছে। বাংলাদেশও এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে। আমাদের ধারণা, করোনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের সকলের লড়াই চালিয়ে যাওয়া উচিত। কারণ প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু এবং আক্রান্তর সংখ্যা। এই অবস্থায় আমরা যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে বিপদ আরো বাড়তে পারে। এ কারণে আমাদের সময় থাকতেই সংকট থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে।

Tagged