কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লক ফ্রি হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডর ২৫ লাখ শেয়ার আজ, ৬ ফেব্‌রুয়ারি (বৃহস্পতিবার) বিক্রয়যোগ্য (লক ফ্রি) হবে। আজ থেকে শেয়ারধারীরা শেয়ার বিক্রয় করতে পারবে।

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) কপারটেক ইন্ডাস্ট্রিজ ২ কোটি শেয়ার ইস্যু করে। এর মধ্যে ৫০ শতাংশ বা ১ কোটি শেয়ার পেয়েছিল যোগ্য বিনিয়োগকারীরা। তার ২৫ শতাংশ অর্থাৎ ২৫ লাখ শেয়ার আজ, ৬ ফেব্‌রুয়ারি বিক্রয়যোগ্য হবে।

পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের জন্য ৩ বছর লক-ইন প্রযোজ্য হবে। এছাড়া উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের হস্তান্তরকৃত শেয়ারে লক-ইন ৩ বছর, আইপিও অনুমোদনের ৪ বছর পূর্বে ইস্যুকৃত শেয়ারে ১ বছর, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে ১ বছর ও বাকি অন্যসব শেয়ারে ২ বছর লক-ইন রাখা হবে।

আর আইপিওতে প্রাপ্ত যোগ্য বিনিয়োগকারীদের মোট শেয়ারের ৫০ শতাংশ লক-ইন থাকে। এরমধ্যে ২৫ শতাংশ শেয়ারে ৬ মাস ও বাকি ২৫ শতাংশ শেয়ারে ৯ মাস লক-ইন থাকে। যা কোম্পানির লেনদেনের প্রথম দিন থেকে হিসাবযোগ্য। সূত্র: ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

এসএমজে/২৪/বা

Tagged