এমন পতনের কারণ কী

আগের কার্যদিবস গত বৃহস্পতিবার পুঁজিবাজারে উত্থান ছিল। কিন্তু গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে হঠাৎ বড় পতন হয়েছে। এই পতনের জন্য ১১টি ব্রোকারেজ হাউজের দিকে আঙ্গুল তুলেছ নিয়ন্ত্রক সংস্থা। যে কারণে ব্রোকা‌রেজ হাউ‌জগুলোর ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসইসি)। পাশাপা‌শি বড় দর পত‌নের পেছ‌নে কো‌নো কারসা‌জি র‌য়ে‌ছে কি-না তাও খ‌তি‌য়ে দেখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে প্রতিষ্ঠানটি। গণমাধ্যমে এমনই খবর প্রকাশ হয়েছে। আমরা মনে করি হঠাৎ করে এত বড় পতনের কারণ কী সেটি খতিয়ে দেখা উচিত নিয়ন্ত্রক সংস্থার।

‌যদিও এখন থে‌কে লেনদেনের সময়ে বাজার পর্যবেক্ষণে আরো বে‌শি গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছে বিএসইসি। পাশাপা‌শি অস্বাভাবিক লেনদেন হওয়া ব্রোকার হাউসগুলোর ওপর নজরদারি বাড়া‌নো হবে জানানো হয়। একইসঙ্গে অস্বাভাবিক দর পতনে কোনো কারসাজি রয়েছে কিনা তাও তথ্য-প্রমাণসহ খতিয়ে দেখা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। শেষ পর্যন্ত এটি কত দূর এগোয় সেটিই দেখার বিষয়। এর ওপর নির্ভর করছে বাজারের সঠিক অবস্থা আসলে কোনটি।

Tagged