এমআই সিমেন্টের পরিচালকদের ১০ লাখ টাকা করে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:  পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্টের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল ২৩ জুন (মঙ্গলবার) বিএসইসির ৭৩৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, এমআই সিমেন্ট  ৩০ সেপ্টেম্বর ২০১৮ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সুদবিহীন ঋণ প্রদান করেছে। ঋণ প্রদানের পূর্বে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের  সম্মতি গ্রহণ করেনি। যার ফলে সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে।

এমআই সিমেন্ট ফ্যাক্টরি তাদের ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে “কারেন্ট অ্যাকাউন্ট উইথ দ্যা সিস্টার কনসার্ন” হিসাবে ৭০.৪০ কোটি টাকা প্রকাশ করে, যা প্রকৃতপক্ষে ইস্যুয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সুদবিহীন ঋণ হিসেবে প্রদত্ত হয়েছে।

এছাড়া, কোম্পানির ।অন্যান্য অর্থবছর গুলোতে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বর্ণিত হিসাবছরে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সুদবিহীন ঋণ প্রদানের প্রমাণ পাওয়া যায়।

এদিকে, সহযোগী প্রতিষ্ঠানগুলো ইস্যুয়ার কোম্পানির পরিচালকদের শতভাগ মালিকানাধীন বলে প্রতীয়মান হয়। বর্ণিত কার্যক্রমের মাধ্যমে ইস্যুয়ার কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড কমিশনের আইন লংঘন করেছে।

উক্ত সিকিউরিটিজ আইন লংঘনের দায়ে প্রতিষ্ঠানটির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত) ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সূত্র:বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এসএমজে/২৪/মি

Tagged