এবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যু প্রত্যাখ্যান করেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবি ব্যাংকের রাইট শেয়ারের প্রস্তাবের অনুমোদন প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে কমিশন তিন জুন ব্যাংকে চিঠি দিয়েছে।
কমিশনের চিঠিতে বলা হয়েছে যে, রাইট শেয়ার জারির জন্য ব্যাংকের আবেদনের বিষয়টি কমিশনের বিবেচনা করার মতো অবস্থানে নেই।

চিঠিতে কমিশন আরও দাবি করেছে যে সঠিক শেয়ার ইস্যু সম্পর্কে ব্যাংক কোনও আপডেট নথি পত্র ও দেয়নি।

বিএসইসি আরও বলেছে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের রেগুলেটরের সাথে ও এ বিষয়ে ব্যাংক কোনও যোগাযোগ বজায় রাখেনি।

এর আগে ২০১৭ সালে, ব্যাঙ্কটি ৩:২ হারে (বিদ্যমান ৩ টি শেয়ারের বিপরীতে ২ টি রাইট শেয়ার) ইস্যু করে প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়।

তবে একই বছর থেকে লভ্যাংশ ঘোষণা না করায় ব্যাংকটি শেয়ার বাজারে “জেড” ক্যাটাগরিতে নেমে যায়।

উল্লেখ, ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হলেও এটি বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে পারেনি।বরং “জেড” ক্যাটাগরিতে থাকার কারনে এ ব্যাংকের প্রতিটি শেয়ার দর বর্তমানে ফেসভ্যালু ১০ টাকার নীচে লেনদেন করছে।
এসএমজে/২৪/রা

Tagged