স্পোর্টস ডেস্ক:
সারা বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে (কোভিড-১৯) সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় চীনের পরেই রয়েছে ইতালি।
ক্রীড়াঙ্গনেও পড়েছে এর বিরুপ প্রভাব। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ব্লেইস মাতুইদি। গতকাল মঙ্গলবার তার ক্লাব জুভেন্টাসের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
ইতালিয়ান এই ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, রক্ষণভাগের অসাধারণ প্রতিভাধর এই ফুটবলার ১১ মার্চ থেকে কোয়ারেন্টিনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো।
জুভেন্টাসের দ্বিতীয় কোনো খেলোয়াড় হিসেবে তার শরীরে এই করোনা ভাইরাস ধরা পড়লো। এর আগে দানিয়েলে রুগানির শরীরে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে।
এসএমজে/২৪/তা